Ayodhya: রামজন্মভূমির অদূরে রয়েছে কনকভবন, এখানে রামচন্দ্রের চরণ চিহ্ন রয়েছে বলে মানুষের বিশ্বাস
Continues below advertisement
ABP Ananbda LIVE: রামজন্মভূমির অদূরে রয়েছে কনকভবন। অযোধ্যাবাসীর (Ayodhya) বিশ্বাস সীতা মা যখন বিয়ে হয়ে এসেছিলেন তখন কৈকেয়ী রানি তাঁকে এই মহল উপহার হিসাবে দিয়েছিলেন। সীতার মুখ দেখে এই উপহার এই মহল। অনেকটা রাজস্থানি ঘরানায় এই মহল এবং একেবারে চৌকো একটি অঙ্গন, তার চারিদিকে বাড়ি। অপূর্ব কারুকাজ করা সর্বত্র। এর ভিতরে মূল যে গর্ভগৃহ সেখানে তিনটি সীতারামের মূর্তি রয়েছে। এখানে আরও একটি জায়গায় রামচন্দ্রের চরণ চিহ্ন রয়েছে বলে মানুষের বিশ্বাস।
Continues below advertisement