Bangladesh news Update: বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক
ABP Ananda Live: বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ চরমে, এবার কলকাতা দখলের ডাক। '৪ দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, ভারত তো দূরের কথা আমেরিকারও আমাদের সামনে টিকবে না', ঢাকায় ভারত বিরোধী মিছিল থেকে হাস্যকর দাবি বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের। মিছিলের ভিডিও পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্টের।
ইউনূসের বাংলাদেশে ভারত-বিদ্বেষের বিষ, এবার হুমকি ওপারের অবসরপ্রাপ্ত সেনা কর্তাদের। ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার অবসরপ্রাপ্ত কর্তাদের একাংশ। হিন্দুদের ওপর হামলার মধ্যেই ভারতের বিরোধিতায় ঢাকায় মিছিল। ঢাকায় প্রাক্তন সেনাকর্মীদের মিছিলে ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান। এ কোন বাংলাদেশ? ১৯৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা?
ইসকনের সন্নাস্যী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকেই নতুন করে উত্তাল হয়েছে বাংলাদেশ। অত্যাচার শুরু হয়েছে হিন্দুদের ওপর। ভারত বিরোধিতায় একাধিক পদক্ষেপ করছে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে শনিবার ভারত বিরোধিতায় সুর চড়াল বাংলাদেশ সেনার প্রাক্তন কর্মীরা। ভারতের বিরোধিতা করে মিছিল করলেন সেদেশের প্রাক্তন সেনাকর্মীরা। সেখান থেকে উঠল ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান।