Bangladesh News: 'মৌলবাদীরা বাংলাদেশে কোন সংখ্যালঘুদের থাকতে দেবে না', বলছেন অম্বিকানন্দ মহারাজ
Bangladesh Update: বিদেশি নাগরিকদের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি বাংলাদেশ সরকারের। 'ভিনদেশি নাগরিকরা অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। অবিলম্বে বাংলাদেশে অবস্থানের বা কর্মরত থাকার প্রয়োজনীয় কাগজপত্রের বৈধতা অর্জনের জন্য অনুরোধ করা হচ্ছে। নাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে', বিজ্ঞপ্তিতে উল্লেখ। 'মৌলবাদীরা বাংলাদেশে কোন সংখ্যালঘুদের থাকতে দেবে না', বলছেন অম্বিকানন্দ মহারাজ।
ওপারে হিন্দু নিপীড়ন, এপারে নিন্দায় ইমাম-মোয়াজ্জেমদের সংগঠন । 'বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিন্দনীয়' । 'ভারত হোক বা বাংলাদেশ, সংখ্যালঘুদের নিরাপত্তার দায়িত্ব সরকারের' । 'সংখ্যালঘুদের ওপর হামলা হলে তাঁদের রক্ষা করা সরকারের দায়িত্ব'। সরব ইমাম-মোয়াজ্জেমদের সংগঠন । 'ওপারে অশান্তি হলে এপারেও মুসলিমদের কোণঠাসা করার চেষ্টা হয়' 'ভারতে মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখেছেন মোদি' সরব গবেষক সাবির আহমেদ