Bangladesh News: 'দখলদারির রাজনীতি শুরু করেছে' বাংলাদেশ প্রসঙ্গে সরব নাগরিক ঐক্য মঞ্চের সভাপতি

Continues below advertisement

Bangladesh Update: বাংলাদেশে ভারত-বিদ্বেষের ভয়াবহ নজির। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি! ফেনি-চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করার হুঙ্কার। 'প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করতে হবে', হুঙ্কার বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের। বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, ওকালতনামা নিয়ে গেলেও জামিনের শুনানি এগিয়ে আনার আবেদন খারিজ চট্টগ্রাম আদালতের। হেনস্থার পরেও অকুতোভয়। চট্টগ্রাম জেল থেকে ওকালতনামা নিয়ে সটান চট্টগ্রাম আদালতে। সংখ্যালঘুদের অধিকার রক্ষার লড়াই চলবে, প্রতিক্রিয়া রবীন্দ্র ঘোষের। স্থানীয় কোনও আইনজীবী নেই, একুশে আইন দেখিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবীর আবেদন খারিজ। ২ জানুয়ারিই হবে জামিন মামলার শুনানি। সপ্তাহ তিনেক জেলেই সন্ন্যাসী। মিথ্যে বলছে ইউনূস সরকার। বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে হিন্দুরা। মামলা করলেই ভয় দেখাচ্ছে। বিস্ফোরক রবীন্দ্র ঘোষ। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি গণ অধিকার পরিষদের যুগ্মমহাসচিবের। ভয় দেখানোর চেষ্টা, দুর্ভাগ্যজনক। প্রতিক্রিয়া অবসরপ্রাপ্ত সেনাকর্তা থেকে কলকাতা ইসকনের। বাংলাদেশের ভারত-বিদ্বেষী অবস্থানের প্রতিবাদে বড়বাজার, নদিয়ায় মিছিল। আলিপুরে পথে আইনজীবীরাও।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram