Bangladesh News: প্রাণভয়ে বাংলাদেশ থেকে ভারতে এসে গ্রেফতার দুই বৃদ্ধা। ABP Ananda Live
Bangladesh: চোপড়ার পর এবার কালিয়াগঞ্জ । উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটক ২ বৃদ্ধা । অনুপ্রবেশের দায়ে ২ বৃদ্ধাকে আটক করল বিএসএফ । ধৃতদের আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন । দুই বৃদ্ধা জানিয়েছেন কিছুদিন ধরেই বাংলাদেশে লাগাতার হুমকির মধ্যে পড়তে হচ্ছিল তাঁদের । হিন্দুদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া, গবাদি পশু লুঠপাট ইত্যাদি চলছিল বলে অভিযোগ । সংখ্যালঘুদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছিল বলে দাবি করেন ২ বৃদ্ধা । প্রাণ বাঁচাতেই সীমান্ত পেরিয়ে তাঁরা এদেশে চলে এসেছেন বলে দাবি।
মানিক ভট্টাচার্য থেকে জীবনকৃষ্ণ সাহা। অর্পিতা মুখোপাধ্য়ায় থেকে কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতির মামলায় ED-CBI-এর মতো কেন্দ্রীয় এজেন্সি যাদের গ্রেফতার করেছিল, সম্প্রতি প্রত্য়েকে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। এবার আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ, খুনের মামলায় জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। এই প্রেক্ষিতে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, সারদা এবং নারদকাণ্ডের কথা। সারদাকাণ্ডে সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্য়ায় ছাড়া সবাই জামিন পেয়ে গেছেন। নারদাকাণ্ডেও কেউ জেলে নেই। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এজেন্সির তদন্ত কি শুধুই রাজনীতির অস্ত্র?