Chhok Bhanga Chota: উত্তাল বাংলাদেশ, ভারতে ধৃত ৮ জঙ্গি, বাড়ছে চিন্তা? ABP Ananda Live
Bangladesh News: বাংলাদেশ থেকে ভারতে নাশকতা চালাতে ভারতে ঢুকেছে জঙ্গি। বাংলা, অসম, কেরলে অসম পুলিশের অপারেশন প্রঘাত। মুর্শিদাবাদের দুজন সহ গ্রেফতার আট জঙ্গি। আলকায়দার শাখা সংগঠন আনসারুল্লা বাংলা'র প্রধানের নির্দেশে বাংলাদেশ থেকে ভারতে জঙ্গিরা। মুর্শিদাবাদ-আলিপুরদুয়ারে বৈঠক, স্লিপার সেলে নিয়োগের চেষ্টা । বাংলাদেশের জেল থেকে পলাতক জঙ্গিরা কি ভারতে ঢুকেছে? অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি । বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের জঙ্গি সংগঠন আলকায়দার শাখা সংগঠন বাংলাদেশের 'আনসারুল্লা বাংলা' । কেরল থেকে গ্রেফতার মহম্মদ শাদ রদি নামে আরও এক জঙ্গি । ধৃত শাদ রাদি বাংলাদেশের রাজশাহির বাসিন্দা অগাস্টে বাংলাদেশে অস্থিরতার শুরু, নভেম্বরে ভারতে পাঠানো হয় মহম্মদ শাদ রদিকে । জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার প্রধান, জসিমউদ্দিন রহমানির ঘনিষ্ঠ মহম্মদ ইসরাতের নির্দেশেই ভারতে অনুপ্রবেশ অসম ও বাংলায় স্লিপার সেল তৈরির ছক কষছিল ধৃত জঙ্গিরা । বাংলাদেশ ও পাকিস্তানের একাধিক জঙ্গির সঙ্গে যোগাযোগ ছিল মহম্মদ শাদ রদির । ধৃতদের থেকে উদ্ধার ৪টি পেনড্রাইভ, বাংলাদেশি সার্টিফিকেট সহ একাধিক ভারত বিরোধী নথি । RSS-এর কয়েকজনকে খুন করার পরিকল্পনা ছিল, দাবি অসম পুলিশ সূত্রের । ধৃতদের বিরুদ্ধে UAPA ধারায় মামলা রুজু।