করোনা সতর্কতায় ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ কলেজ, বিশ্ববিদ্যালয়ের হস্টেল
Continues below advertisement
করোনা সতর্কতায় এবার বন্ধ হস্টেল। ১৫ এপ্রিল পর্যন্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ের হস্টেল বন্ধ। বিদেশি পড়ুয়া থাকলে রাখতে হবে চিকিৎসার ব্যবস্থা। অনুমতি ছাড়া হস্টেলে ঢুকতে পারবেন না কোনও অতিথি। করোনা প্রতিরোধে উপাচার্যদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর। বৈঠকের পর বিজ্ঞপ্তি প্রকাশ উচ্চশিক্ষা দফতরের। ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগে প্রয়োজনে খোলা থাকবে। প্রয়োজনে চালু থাকবে জরুরি পরিষেবা।’ সমস্ত উপাচার্যকে বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দফতরের।
Continues below advertisement
Tags :
Hostel Closed Ncorona In West Bengal University School College Closed Corona Virus Corona In Bengal Abp Ananda Covid-19