কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই গঙ্গাসাগরে পুণ্যস্নান লক্ষ লক্ষ ভক্তের, সামিল নেতা-মন্ত্রীরাও
Continues below advertisement
সাগরতীর জমজমাট। সূর্যোদয়ের সময় থেকে পুজো অর্চনা, আরতি। নানা বয়সের নানা মুখ, নানা অভিব্যক্তি। পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। এই ভারতের মহামানবের সাগরতীরে সব মিলে মিশে একাকার। মকর সংক্রান্তির পুণ্যলগ্ন৷ সেই উপলক্ষে বুধবার ভোর থেকে গঙ্গাসাগরে প্রদীপ ভাসানো। কনকনে ঠাণ্ডা উপেক্ষা করেই পুণ্যস্নান লক্ষ লক্ষ ভক্তের৷ সকাল সকাল সাগরে স্নান সেরে কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার ভিড়। মন্দিরের সামনে লম্বা লাইন। দীর্ঘ প্রতীক্ষা। সংক্রান্তির পূণ্যলগ্নে এদিন সাগরতীরে পূণ্যস্নান করেন রাজ্যের মন্ত্রীরাও। সাগরমেলাজুড়ে এবারও ছিল কড়া নিরাপত্তা। আকাশপথে নজরদারি, জলপথে হোভারক্রাফট। সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, ড্রোন, মোতায়েন কয়েক হাজার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, ৪০ লক্ষেরও বেশি পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগরে। স্নান আর পুজো শেষ করেই পুণ্যার্থীরা পা বাড়িয়েছেন বাড়ির পথে। আবার এক বছরের অপেক্ষা।
দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, ৪০ লক্ষেরও বেশি পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগরে। স্নান আর পুজো শেষ করেই পুণ্যার্থীরা পা বাড়িয়েছেন বাড়ির পথে। আবার এক বছরের অপেক্ষা।
Continues below advertisement