Morning Headlines: উপনির্বাচনে চারে চার তৃণমূল, এবার নজরে পুরভোট | Bangla News

Continues below advertisement

উপনির্বাচনে চারে চার তৃণমূল (TMC)। বিজেপির হাতছাড়া দিনহাটা, শান্তিপুর। গোসাবা, খড়দায় রেকর্ড ভোটে জোড়াফুলের জয়।

উপনির্বাচনের রেকর্ড জয়ের পর নজরে পুরভোট (Municipal Election)। বড়দিনের আগেই কলকাতা, হাওড়া, বিধাননগরে ভোট চায় রাজ্য। কমিশনের (Election Commission) সঙ্গে আলোচনা।

কলকাতা-সহ তিন পুরসভায় ভোট নিয়ে আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তির সম্ভাবনা। কমিশন-সরকার আলোচনা। জানুয়ারিতে তিন দফায় হতে পারে বাকি ভোট।

হারা প্রার্থীও লক্ষাধিক ভোটে জয়ী। দিনহাটা-গোসাবায় ভয় দেখিয়ে ভোট। ভরাডুবির পর অভিযোগ বিজেপির (BJP)। কেন্দ্রীয় বাহিনী কী করেছে? পাল্টা তৃণমূল।

দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজার ভোটে রেকর্ড জয় উদয়ন গুহের (Udayan Guha)। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বুথেই ভরাডুবি। তৃণমূলের বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী।

পাঁচ রাজ্যে ভোটের আগে কংগ্রেসদের (Congress) অক্সিজেন। হিমাচল-রাজস্থানে ভালো ফল। বিদ্বেষের বিরুদ্ধে লড়াই, ট্যুইট কংগ্রেসের।

২৪ ঘণ্টার মধ্যেই থিয়েটার রোডে বৃদ্ধা খুনের কিনারা। ডানকুনি থেকে গ্রেফতার প্রাক্তন গাড়িচালক। মুখ চেপে দমবন্ধ করে খুন করা হয় বৃদ্ধাকে, উল্লেখ ময়নাতদন্তের রিপোর্টে।

বৃদ্ধার গয়না লোপাট করতেই খুনের ছক। সোমবার সন্ধেয় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দুধকুমারকে। রবিবারও করে যায় রেইকি। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

পরিবেশবান্ধব ছাড়া বাকি বাজি বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে মামলা। আজ শুনানি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram