Durga Puja 2020: আমার পুজো: শ্রীভূমি স্পোর্টিংয়ে এবারও থাকবে মায়ের গা-ভরা গয়না, প্রস্তুতি ঘুরে দেখলেন অভিনেত্রী দেবলীনা দত্ত
Continues below advertisement
করোনাকালে এবার পুজোর ছবিটা অনেকটাই অন্যরকম। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী নিয়ে বন্ধুদের মধ্যে প্ল্যান এবার বিশেষ শোনা যাচ্ছে না। শ্রীভূমির অন্যতম পুজো উদ্যোক্তা, দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, মানুষের কাছে একটা আকর্ষণের ব্যাপার থাকে যে শ্রীভূমি কী করছে। এবারের থিম কেদারনাথ মন্দির। অন্যান্যবারের মতোই গয়না পরবেন মা। ঘরে বসে বসে মানুষের মনে একটা বিষাদ তৈরি হচ্ছে। মা এলে এই বিষাদ অনেকটাই কাটবে মনে হচ্ছে। এবার শ্রীভূমিতে ভোগ খাওয়ানো হবে কিন্তু প্যাকেট সিস্টেমে। তৈরি হচ্ছে ১ লক্ষ মাস্ক।
Continues below advertisement