ধূ ধূ করছে সুরুচি সঙ্ঘের মণ্ডপ চত্বর, ভাবতে পারেন অন্যান্য বছরের ছবিটা?

Continues below advertisement

আজ ষষ্ঠী। সন্ধেয় দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই ষষ্ঠীর সকাল থেকে দেবীর আবাহনের প্রস্তুতি৷ এরই মাঝে থিম, সাবেকিয়ানা, নান্দনিকতায় মিলে-মিশে উদযাপনের রঙ৷ বাঙালির সেরা উত্সব। ষষ্ঠীর সকালে সুরুচি সঙ্ঘের ছবিটা কীরকম? ৬৭ বছরের এই পুজো এবার থিম ছেড়ে মানুষের পুজোতে মন দিয়েছে। দেখে নিন এবিপি আনন্দের সঙ্গে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram