শারদ আনন্দ ২০২০: শারদ আনন্দ সম্মান | মূল্যবোধে সেরা রাজডাঙা নবউদয় সঙ্ঘ
Continues below advertisement
সপ্তমীর সন্ধ্যা জমজমাট। কেউ ভার্চুয়ালি ঠাকুর দেখছেন, কেউ বা করোনা বিধি মেনে ঠাকুর দেখতে বেড়িয়েছেন। এদিকে মূল্যবোধে সেরা এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল রাজডাঙা নবউদয় সঙ্ঘ। এবারের তাদের পুজোর ভাবনা মায়ের ভুবনে। পাশাপাশি সন্ধ্যারতি চলছে দেশপ্রিয় পার্কে। দেখুন শহরের সব পুজোর চিত্র।
Continues below advertisement