Sourav Ganguly Health Update: সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে উডল্যান্ডসে মুখ্যমন্ত্রী, এসেছিলেন রাজ্যপালও

Continues below advertisement
এদিন মুখ্যমন্ত্রী প্রথমে ট্যুইট করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার খবর জানান। এবার এদিন সন্ধ্যায় দাদাকে দেখতে উডল্যান্ডস হাসাপাতলে যান তিনি। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার নগরপাল অনুজ শর্মা। ট্যুইট আগেই করেছিলেন। এদিন বিকেল ৫টা ৩০ নাগাদ হাসপাতালে পৌঁছন সস্ত্রীক রাজ্যপাল। একটি স্টেন্ট বসানোর পর স্থিতিশীল সৌরভ। আরও দুটি স্টেন্ট বসবে। তাঁকে বেডে দেওয়া হয়েছে। খেয়েছেন চা-বিস্কুট। আপাতত ৪-৫ দিন তাঁকে হাসপাতালে কাটাতে হবে। চিকিৎসকরা বলেছেন, 'এখন স্বাভাবিক রয়েছেন। কথা বলেছেন তাঁদের সঙ্গে।' একদম সময় নষ্ট না করে ঠিক সময় চিকিৎসা হওয়ায় বিপদ কাটানো গিয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram