Swami Vivekananda's Birth Anniversary: পটেলের মতো স্বামীজিরও বিরাট মূর্তি হোক কলকাতায়, চান Sudip Banerjee

Continues below advertisement
আজ স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৫৯-তম জন্মদিন। রামকৃষ্ণ মঠ (Ramkrishna Math) ও মিশনে দিনভর অনুষ্ঠান। সকাল সকাল তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে যান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন আমি তখন তাঁর সঙ্গে এসেছি। চোখের সামনে এই বাড়ি তৈরি হয়েছে। এই বাড়ি আমাদের গর্বের। আমার একটা প্রত্যাশা আছে, সর্দার বল্লভভাই পটেলের যেমন মূর্তি বানানো হয়েছে তেমনই কলকাতায় স্বামী বিবেকানন্দেরও একটি মূর্তি নির্মাণ করুক কেন্দ্র। আমি লোকসভাতেও এই বিষয়টি তুলেছি, প্রধানমন্ত্রীকেও এই কথা জানিয়েছি। মুখ্যমন্ত্রীকেও বলেছি।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram