Chhak Bhanga 6ta : নেপালে জেল থেকে পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা ? সীমান্তে পাকড়াও একাধিক কয়েদি
ABP Ananda LIVE : নেপালে জেল থেকে পালিয়ে ভারতে ঢোকার চেষ্টা ? সীমান্তে পাকড়াও একাধিক কয়েদি । নেপালে চরম নৈরাজ্য, পরপর জেল ভেঙে পালাচ্ছে কয়েদিরা। ২৫টি জেল ভেঙে পালিয়ে গেল ১৫ হাজার কয়েদি। শুধুমাত্র নেপালের সুন্ধারা সেন্ট্রাল জেল থেকে পালাল ৩৩০০ জন কয়েদি। নেপালের নাকু জেল থেকে পালাল ১৪০০ জন কয়েদি। নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত ৫ জন কয়েদি, আহত ১২ জন। নেপালের ভিমফেডি জেল থেকে উধাও ৩২০ জন কয়েদি। ভিমফেডি জেল থেকে পালানোর পর পাকড়াও ১২১ জন বন্দি। জেল থেকে পলাতক কয়েদিদের ভারতে ঢোকার চেষ্টা! ভারত-নেপাল বর্ডার থেকে ৩৫ জনকে আটক করল এসএসবি। উত্তরপ্রদেশ-নেপাল সীমান্ত থেকে পাকড়াও ২২ জন পলাতক কয়েদি। বিহার সীমান্ত থেকে ১০ জন ও পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্ত থেকে ৩ জন পলাতক কয়েদি আটক।





















