কেন্দ্রের আর্থিক প্যাকেজ নিয়ে সরব বাম-তৃণমূল
Continues below advertisement
রবিবার সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের আর্থিক প্যাকেজের ঘোষণা করেন। সেখানে রাজ্যের ঋণ নেওয়ার সুযোগ বৃদ্ধি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রের বেসরকারিকরণের কথা ঘোষণা করেন তিনি। আর তাই নিয়েই সুর চড়িয়েছে বিরোধীরা। বেসরকারিকরণ সামগ্রিকভাবে ধনীদের হাত শক্তিশালী করবে, মত তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তিনি বলেন, ঋণের বদলে কেন্দ্রের উচিত ছিল রাজ্যগুলিকে অনুদান দেওয়া। প্যাকেজের নামে প্রতারণা করেছে কেন্দ্র, কটাক্ষ সুজন চক্রবর্তীর। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, প্যাকেজের ফলে পরোক্ষে লাভ হবে রাজ্যের।
Continues below advertisement
Tags :
Coronavirus In West Bengal Economic Package Coronavirus Latest News Coronavirus In India Abp Ananda TMC BJP