Corona Vaccination: শুরু হতে চলেছে প্রসূতিদের করোনার টিকাকরণ, কোউইন অ্যাপে নাম রেজিস্টার করতে পারবেন অন্তঃসত্ত্বারা
এবার থেকে কোউইন (CoWIN) অ্যাপে নাম রেজিস্টার করতে পারবেন অন্তঃসত্ত্বারা। এবার প্রসূতিদের করোনার টিকাকরণ (Pregnant Women Can Get Vaccinated) শুরু হবে। প্রসূতিদের টিকাকরণের (Corona Vaccination) জন্য গাইডলাইন প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee)। ভুয়ো ভ্যাকসিনকাণ্ড এবং ভ্যাকসিনের কালো বাজারি নিয়ে সাক্ষাৎ, ট্যুইট হুগলির বিজেপি (BJP) সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
এবার খোদ মহাকরণেই সিঁদ কাটল চোরেরা। মহাকরণের জুডিসিয়াল বিভাগে সম্প্রতি দু'টি কম্পিউটার চুরি গিয়েছে। মহাকরণে আইনমন্ত্রীর ঘর থেকে চুরি। মলয় ঘটকের ঘর থেকে ২টি কম্পিউটার চুরি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে মালদা জেলা পরিষদের সভাধিপতি। বিজেপির জেলা সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা তৃণমূলের ২৩ সদস্যের। তৃণমূলের অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে জেলা পরিষদের সভাধিপতি। অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে মালদা জেলা পরিষদের সভাধিপতি। অনাস্থা প্রস্তাব নিয়ে ৮ জুলাই সভার আগে স্থগিতাদেশ চেয়ে মামলা। দলবদলের পর এই মুহূর্তে মালদা জেলা পরিষদে তৃণমূলের ২৪ জন সদস্য। দলবদলের পর এই মুহূর্তে মালদা জেলা পরিষদে বিজেপির ১১ সদস্য।
ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে ধৃত দেবাঞ্জন দেবের নিরাপত্তা রক্ষী। দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্য ওরফে মিঠু গ্রেফতার। চারদিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। কোভিশিল্ডের জাল লেবেলের কথা জানতেন নিরাপত্তারক্ষী। ভুয়ো ভ্যাকসিনের কথা জেনেও কাউকে জানাননি। ষড়যন্ত্রে সামিল হওয়ার অভিযোগ এনে জামিনের বিরোধিতা। জামিনের বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবীর।