IIM Joka Case: IIM জোকায় নির্যাতনের অভিযোগ, ধৃত পড়ুয়ার ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ
ABP Ananda LIVE: ফের কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ। দেশের নামকরা শিক্ষা প্রতিষ্ঠান IIM জোকায় 'ধর্ষণ'। কসবা ল’ কলেজের পর IIM জোকার বয়েজ হস্টেলে ধর্ষণের অভিযোগ। ধৃত পড়ুয়ার ১৯ জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ।
জোকা IIM-র হস্টেলেই মনোবিদকে নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ছাত্র
জোকা IIM-এর হস্টেলেই ধর্ষণের অভিযোগ, ঠিক কী হয়েছিল? ঘটনার সময় প্রায় ৮ ঘণ্টা IIM-এর ক্যাম্পাসে ছিলেন অভিযোগকারিণী । শুক্রবার, সকাল ১১.৪৫: ম্যানেজমেন্ট ছাত্রকে কাউন্সেলিং করাতে আসেন তরুণী' । 'পেশায় মনোবিদ তরুণীর সঙ্গে সোশাল মিডিয়ায় অভিযুক্ত ছাত্রের আলাপ'। 'সকাল ১১.৪৫-এ ক্যাম্পাসের লেক ভিউ হস্টেলে যান পেশায় মনোবিদ তরুণী' । তারপরেই মধ্যাহ্নভোজের পর আচ্ছন্ন হয়ে যান তরুণী' । আচ্ছন্ন থাকা অবস্থাতেই হস্টেলে তরুণীকে ধর্ষণের অভিযোগ । 'হুঁশ ফেরে রাত ৮.৩৫, তারপরেই পরিচিতকে নিয়ে থানায় তরুণী' । প্রথমে ঠাকুরপুকুর থানায়, সেখানে থেকেই হরিদেবপুরে নিয়ে যায় পুলিশ' । রাত ১২: লেক ভিউ হস্টেলের রুম থেকেই গ্রেফতার পরমানন্দ তোপ্পাঁওয়ার: সূত্র । অভিযুক্ত ম্যানেজমেন্ট ছাত্রের বিরুদ্ধে আরও ৩টি ধারায় মামলা রুজু । ধর্ষণ, অপরাধের উদ্দেশে কিছু খাইয়ে আচ্ছন্ন করার সঙ্গে আরও ৩টি ধারা জোর করে আটকে রাখা, আঘাত-সহ ৫টি ধারায় FIR পুলিশের । পুলিশি জেরায় অভিযুক্তের বয়ানে একাধিক অসঙ্গতি: সূত্র । মোবাইল ফোনের পাসওয়ার্ডও দিতে চাইছে না অভিযুক্ত: সূত্র




















