Maharashtra Political Crisis : এবার বিজেপি শাসিত অসমে পৌঁছলেন একনাথ শিন্ডে ও বিদ্রোহী শিবসেনা বিধায়করা

Continues below advertisement

মহারাষ্ট্রে ঘোর সঙ্কটে শিবসেনা-NCP-কংগ্রেসের জোট সরকার। বিদ্রোহী বিধায়কদের নিয়ে গুজরাতের সুরাতে আশ্রয় নিয়েছিলেন শিবসেনা বিধায়ক ও মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে। রাতারাতি তাঁদের আবার আর এক বিজেপি শাসিত রাজ্য অসমে নিয়ে যাওয়া হল। আজ সকালেই গুয়াহাটি পৌঁছোন একনাথ শিন্ডে ও বিদ্রোহী শিবসেনা বিধায়করা। গুয়াহাটি বিমানবন্দরে নেমে শিন্ডে দাবি করেছেন, তাঁর সঙ্গে শিবসেনার ৪০ জন বিধায়ক আছেন।  সেইসঙ্গে তিনি জানান, বালাসাহেব ঠাকরের হিন্দুত্বের ভাবনাকে তিনি এগিয়ে নিয়ে যেতে চান।   
এদিকে, কংগ্রেসের ৬ জন বিধায়কের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না বলে সূত্রের খবর। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে প্রশ্ন উঠছে, কর্ণাটক, মধ্যপ্রদেশের পর কি এবার মহারাষ্ট্রেও মাঝপথে পড়ে যাবে বিরোধীদের সরকার? সূত্রের খবর, গুজরাতের হোটেলে থাকা বিদ্রোহী নেতা একনাথ শিণ্ডের সঙ্গে গতকাল ফোনে কথা বলেছেন উদ্ধব ঠাকরে। তারপরই গুজরাত থেকে অসমে চলে এলেন একনাথ শিন্ডে ও বিদ্রোহী বিধায়করা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram