Morning Headlines: মহারাষ্ট্রে সঙ্কট আরও চরমে। মুখ্যমন্ত্রীর পদে থেকেও সপরিবারে সরকারি বাংলো ছাড়লেন উদ্ধব ঠাকরে। Bangla News
মহারাষ্ট্রে সঙ্কট আরও চরমে। মুখ্যমন্ত্রীর পদে থেকেও সপরিবারে সরকারি বাংলো ছাড়লেন উদ্ধব ঠাকরে। রাতেই গেলেন মাতোশ্রীতে। বিধানসভায় শক্তি পরীক্ষার প্রস্তুতি। সরকার বাঁচাতে শিণ্ডেকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব পাওয়ারের। খারিজ করলেন বিদ্রোহী মন্ত্রী। পাল্টা উপ মুখ্যমন্ত্রী করার প্রস্তাব দিল বিজেপি। শিণ্ডের বিদ্রোহে টলমল মহারাষ্ট্রের জোট সরকার। সুরাত থেকে গুয়াহাটি গেলেন বিদ্রোহীরা। যাচ্ছেন আরও ৬ শিবসেনা বিধায়ক। (ফোনো- একনাথ...আমার সঙ্গে ৪৬ জন বিধায়ক)
একনাথ, সঙ্গে ‘৪৬’! মহারাষ্ট্রে নাটকীয় মুহূর্ত। উদ্ধব মুখ্যমন্ত্রীর বাসভবন ছাড়ার পরেই সতর্কতা জারি করল রাজ্যের স্বরাষ্ট্র দফতর। আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা।
মহারাষ্ট্রে সতর্কতা। আজ ত্রিপুরার ৪টি বিধানসভা আসনে উপনির্বাচন। লড়াইয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা থেকে কংগ্রেসের সুদীপ রায়বর্মন। চমক দিতে তৈরি তৃণমূলও। নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী।