corona new strain: এবার দক্ষিণ আফ্রিকায় করোনার 'অতি শক্তিশালী' স্ট্রেন, বিপদ বেশি কমবয়সীদের, নতুন আসা ভ্যাকসিনেও কাবু নয়, বলছে গবেষণা

Continues below advertisement
আবার মিলল করোনার নতুন স্ট্রেনের হদিস। ব্রিটেনে দুই রোগী ওই নতুন স্ট্রেনে আক্রান্ত হয়েছেন। গবেষকদের দাবি, নতুন করোনাভাইরাস স্ট্রেনের উৎস দক্ষিণ আফ্রিকা। ব্রিটেনে সম্প্রতি যে নতুন স্ট্রেন মিলেছে, তার থেকে দক্ষিণ আফ্রিকার এই স্ট্রেন অনেক বেশি শক্তিশালী। গবেষকদের দাবি, নতুন এই স্ট্রেন সাধারণ নভেল করোনাভাইরাসের থেকে অনেক দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। কমবয়সীদের নতুন স্ট্রেনে বিপদ অনেক বেশি। যারা ইতিমধ্যেই করোনাকে জয় করে সুস্থ হয়েছেন, তারাও নতুন স্ট্রেনে আক্রান্ত হতে পারে। এখন যে সব ভ্যাকসিন সামনে আসছে তা নতুন স্ট্রেনকে কাবু করতে পারেনি, দাবি গবেষণায়।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram