School-College Reopening: কাল খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়, তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি | Bangla News
করোনাকালে কাল থেকে ফের খুলছে স্কুল-কলেজ। কাল কলম কিংবা ফুলের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অভ্যর্থনা। বহুদিন পরে স্কুলে আসবে পড়ুয়ারা, তৈরি করতে হবে পরিবেশ। রাজ্য সরকারের নির্দেশ মেনে স্কুলে স্কুলে শুরু প্রস্তুতি। বেসরকারি স্কুলেও ফুল দিয়ে পড়ুয়াদের অভ্যর্থনার প্রস্তুতি।
রাজ্যে স্কুলের ধাঁচে ক্লাস নয় কলেজ-বিশ্ববিদ্যালয়ে। ‘কলেজ-বিশ্ববিদ্যালয়ে একদিনে সব ছাত্র-ছাত্রীর ক্লাস নয়। লেডি ব্রেবোর্ন কলেজে সপ্তাহে পর্যায়ক্রমে তিনদিন করে ক্লাস। একাধিক কলেজে সপ্তাহে পর্যায়ক্রমে দুদিন করে ক্লাস। আশুতোষ কলেজ, সুরেন্দ্রনাথ কলেজে পর্যায়ক্রমে দুদিন করে ক্লাস। বাসন্তী দেবী কলেজ, বঙ্গবাসী কলেজে পর্যায়ক্রমে দুদিন করে ক্লাস। আশুতোষ কলেজে ক্লাস করতে বাধ্যতামূলক ভ্যাকসিনের ডবল ডোজ’। ভ্যাকসিনের ন্যূনতম একটি ডোজ আবশ্যিক স্কটিশ চার্চ, বঙ্গবাসী কলেজে। বিভাগের উপরেই রুটিনের ভার ছাড়ল যাদবপুর-প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আপাতত কাল থেকে নবাগতদের ক্লাস নয়। কলকাতা বিশ্ববিদ্যালয়েও স্নাতকোত্তরে কাল থেকে নবাগতদের ক্লাস নয়।