Kolkata Municipal Election: নির্বাচন কমিশন বলে কোনও বস্তু বাংলায় কার্যত নেই, তোপ সুজনের| Bangla News

Continues below advertisement

কলকাতায় পুরভোটের ঘোষণা করার পর রাজ্য নির্বাচন কমিশনকে কটাক্ষ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। তিনি বলেন, 'নির্বাচন কমিশনের আইনজীবী সুয়োমোটো বলেছিলেন, তারা এখন নোটিফিকেশন জারি করবেন না। নিজেরা যেটা বললেন, তার থেকে তারা সরে আসলেন কেন? আসলে নির্বাচন কমিশন বলে কোনও বস্তু বাংলায় কার্যত নেই। সরকার মানেও আসলে একজন। তিনি যা বলবেন, তাই হবে। বেআইনি পৌরসভা যেগুলো চলছে, সেখানে পৌরসভা করার কোনও বন্দোবস্ত নেই। সেগুলো বাদ। হবে খালি কলকাতা ও হাওড়া। দখলদারি নির্দিষ্ট করে ভোট।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram