Fuel Price Hike: তেল থেকে রান্নার গ্যাস, জ্বালানির জ্বালায় জ্বলছে জীবন

Continues below advertisement

পেট্রোলের দামে পকেটে আগুন। প্রাণ ওষ্ঠাগত আমজনতার। সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে বেড়েই চলেছে পেট্রোপণ্যের (Fuel Price) দাম। লাগামছাড়া মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের (Cooking Gas)। ঊর্ধ্বমুখী কেরোসিনের (Kerosine) দামও। ৩০ মে পশ্চিমবঙ্গ (West Bengal), অসম (Assam), কেরল (Keral), তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট শেষ হয়। আর ভোট মিটতেই এদিন পর্যন্ত ৩৮ বার দাম বাড়ল পেট্রোলের। সেঞ্চুরি পার করেও তা থামার লক্ষ্মণ নেই। মানুষ চাইছে পরিত্রাণ আর তার ওপর লাগাতার চাপানো হচ্ছে বোঝা। লিটারে ৩৯ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোল (Petrol) ১০০ টাকা ৬২ পয়সা, ১৫ পয়সা বেড়ে ডিজেল (Diesel) ৯২ টাকা ৬৫ পয়সা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram