Shootout at Santragachi: সাঁতরাগাছিতে রেলকর্মীর ফ্ল্যাট লক্ষ্য করে '২ রাউন্ড গুলি', ঘটনাস্থলে পুলিশ, এলাকায় আতঙ্ক
হাওড়ার সাঁতরাগাছিতে আবাসনে চলল গুলি। আজ সকাল ৭টা নাগাদ সাঁতরাগাছি ঝিল লাগোয়া একটি আবাসনের তিন তলার এক রেলকর্মীর ফ্ল্যাট লক্ষ্য করে ২ রাউন্ড গুলি চালানো হয়। এই ঘটনায় ওই আবাসনে আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁতরাগাছি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ওই ফ্ল্যাটে রেল কর্মী এসকে বেহারা থাকেন। আজ সকালে তিনি বাড়িতে থাকা অবস্থাতেই আবাসনে ঢুকে তাঁর ফ্ল্যাটের সামনে দুই রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তবে এই গুলিতে কেউ আহত হননি বলে জানা গেছে। এই ঘটনার পিছনে কি উদ্দেশ্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় ওই রেলকর্মীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে, পিএসি বিতর্কে মুকুল রায়ের (Mukul Roy) পাশে দাঁড়াতে গিয়ে তাঁকে বিজেপির সদস্য বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিকে বিজেপি মুকুল রায়ের মনোনয়ন বাতিলের দাবিতে বিধানসভার সচিবকে চিঠি লিখেছে। যদিও আবেদন খারিজ হয়ে গিয়েছে। বিধানসভা থেকে প্রকাশিত ২০ জনের মনোনয়ন তালিকায় নাম রয়েছে মুকুল রায়ের।