Strand Road Fire: রাজ্যে কেন ঘনঘন অগ্নিকাণ্ড ঘটছে, খতিয়ে দেখতে হবে মুখ্যমন্ত্রীকে', দাবি সুজনের
গতকাল স্ট্র্যান্ড রোডে (Strand Road) পূর্ব রেলের (Eastern Railway) অফিসে বিধ্বংসী আগুন (Fire) লাগে। সোমবার সন্ধ্যায় বিল্ডিংয়ের ১৩ তলায় এই ভয়াবহ আগুন লাগে। এই আগুনে ৪ জন দমকল কর্মী সহ ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছান বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty)। তিনি বলেন, এই ঘটনা হৃদয়বিদারক। এই রকম দুর্ঘটনার ক্ষেত্রে বিভিন্ন দল যে রাজনীতি করছে, তা ঠিক নয়। তিনি বলেন ‘কয়লাঘাটা দফতর পূর্ব রেলের একটি গুরুত্বপূর্ণ দফতর। সেখানে নিরাপত্তার সঠিক ব্যবস্থা কেন নেই? দমকল কর্মীরা এসে কাজ করতে গিয়ে মারা গেলেন। সিস্টেম কেন কার্যকর হল না তা দেখা উচিত। কলকাতায় কেন ঘনঘন অগ্নিকাণ্ড ঘটছে?’ তিনি আরও বলেন, ‘সমগ্র বাংলায় ঘনঘন কেন অগ্নিকান্ড ঘটছে তা খতিয়ে দেখতে হবে মুখ্যমন্ত্রীকে, শুধু দাঁড়িয়ে থাকলে হবে না।’ রেল ও উদ্ধারকাজে গাফিলতির কথা তুলে ধরেন তিনি। সঠিক তদন্তের দাবি করেন তিনি। এখন যে মানুষদের মৃত্যু হয়েছে, রাজনীতি ভুলে তাঁদের পাশে দাঁড়ানো উচিত বলে জানান সুজন।