Lok Sabha: 'অতীতে কখনও এতজন বিরোধী সাংসদকে এভাবে একসঙ্গে সাসপেন্ড করা হয়নি', বললেন সনিয়া গাঁধী
Continues below advertisement
ABP Ananda LIVE: 'এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে' (parliament winter session) । 'অতীতে কখনও এতজন বিরোধী সাংসদকে ( parliament news)এভাবে একসঙ্গে সাসপেন্ড করা হয়নি'। 'সম্পূর্ণ বৈধ ও যুক্তিসঙ্গত প্রশ্ন তোলার কারণে সাসপেন্ড করা হয়েছে বিরোধী সাংসদদের' (Parliament MPs Protest)। কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে বললেন সনিয়া গাঁধী। '১৩ ডিসেম্বর যা ঘটেছে, তার কোনও ব্যাখ্যা হয় না'। '৪ দিন পর প্রধানমন্ত্রী মুখ খুললেও, তাও সংসদের বাইরে'। 'এটাই দেশের মানুষ ও সংসদের প্রতি প্রধানমন্ত্রীর অসম্মানের প্রমাণ'। কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে মন্তব্য সনিয়া গাঁধীর (Sonia Gandhi)।
Continues below advertisement
Tags :
Lok Sabha Sonia Gandhi Winter Session Parliament Winter Session ABP Ananda LIVE Parliament News Parliament Session 2023 Lok Sabha Security News