ডিভিসি জল ছাড়লে আগে থেকে ব্যবস্থা নিতে হবে, নতুন তালিকা অনুযায়ী ত্রাণ দিতে হবে, নবান্নে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Continues below advertisement
'ঘূর্ণিঝড়ের পর মেরামতির পরেও বাঁধ ভেঙেছে| নতুন তালিকা অনুযায়ী ট্রেনের টাকা ক্ষতিগ্রস্তদের দ্রুত দিয়ে দিতে হবে| জল ধরো জল ভরো প্রকল্পে ৩ লক্ষ পুকুর কাটা হয়েছে| ঝাড়খন্ড থেকে ডিভিসি জল ছাড়লে আগে থেকে ব্যবস্থা নিতে হবে| দীর্ঘদিন ড্রেজিং করা হয়নি তাই এই সমস্যা| যেসব জায়গায় বন্যার সম্ভাবনা সেইসব জায়গা ঘুরে দেখতে হবে| রাস্তা মেরামতির কাজ সকলকে মিলে দেখতে হবে,' নবান্নে প্রশাসনিক বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রীর| 'এইচআরভিসি টোল ট্যাক্স পেলেও রাজ্য সরকারকে বলা হয় রাস্তা সারানোর জন্য ২০০ কোটি টাকা দিতে,' ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী|
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram