Morning Headlines: 'বাঙালি বলেই বঞ্চনা!', পদ্ম সম্মান নিয়ে কেন্দ্রের সমালোচনায় বিশিষ্টরা। Bangla News

Continues below advertisement

পদ্মশ্রী ফেরালেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। বিদ্বেষ থেকে পদ্মশ্রীর প্রস্তাব কেন্দ্রের। সমালোচনা কবীর সুমনের। পদ্ম পুরস্কার দল দেয় না, ভারত সরকার দেয়, পাল্টা শমীক।

বাঙালি বলেই বঞ্চনা। কোন শিল্পীকে কী সম্মান, জানেই না কেন্দ্র, সমালোচনা সাহিত্যিক আবুল বাশারের। সম্মানের নামে প্রহসন, বেদনাহত। প্রতিক্রিয়া শুভাপ্রসন্নর। 

পদ্মভূষণ প্রত্যাখ্যান বুদ্ধর। দেশের সংস্কৃতিকে অপমান কমিউনিস্টদের। আক্রমণ দিলীপের। বিভাজনকারী দলের পুরস্কার প্রত্যাখ্যান, প্রতিক্রিয়া বিকাশের। বাম ভোট পেতেই পুরস্কার, কটাক্ষ কুণালের।

সব রাজনৈতিক দলই মতুয়াদের নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। চাকদায় বিস্ফোরক শান্তনু ঠাকুর। ব্যবহার করেছে বিজেপি, বুঝেছেন শান্তনু, কটাক্ষ তৃণমূলের।

প্রজাতন্ত্র দিবসেও নেতাজি-ট্যাবলো সংঘাত। দিল্লিতে কেন্দ্রীয় পূর্ত মন্ত্রকের ট্যাবলোর থিম নেতাজি, রেড রোডে বাংলার নেতাজি ট্যাবলো

রাজ্য-রাজ্যপাল সংঘাত রেশ রেড রোডে। রাজ্যপালকে সৌজন্য দেখালেও কাঠিন্য বজায় রাখলেন মুখ্যমন্ত্রী। প্রোটোকল ভঙ্গ, আক্রমণ শুভেন্দুর। সৌজন্য দেখাননি রাজ্যপালই, পাল্টা সৌগত।

স্বতঃপ্রণোদিত হয়ে বিধানসভায় এলে এবার কারণ জানতে চাইব। সংঘাত আবহে রাজ্যপালকে কড়া বার্তা অধ্যক্ষের। তৃণমূল নেতার মতো কথা, পাল্টা সুকান্ত।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram