ABP ANANDA 11 am TOP NEWS: এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য, আজ ডায়মন্ড হারবারে নাড্ডা, আরামবাগে অভিষেক

Continues below advertisement
গভীর রাতে জ্ঞান ফিরেছে Buddhadeb Bhattacharya-এর। তাঁকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে কার্বনডাই অক্সাইডের পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রণে। তবে শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, প্রথমে Buddhadeb Bhattacharya-এর শরীরে কার্বনডাই অক্সাইড মাত্রা অস্বাভাবিক হারে বাড়লেও পরে তা কিছুটা নিয়ন্ত্রণ করা গিয়েছে। ওষুধ প্রয়োগের পর স্বাভাবিক রয়েছে তাঁর রক্তচাপ, পালস রেট। পাঁচ চিকিৎসকের মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় Buddhadeb Bhattacharya-কে দেখতে উডল্যান্ডসে যান মুখ্যমন্ত্রী Mamata Banerjee। হাসপাতালে যান Biman Bose, Surya Kanta Mishra, Sujan Chakraborty, Firhad Hakim। ভবানীপুরের পর আর অন্যায় প্রচারে Abhishek Banerjee-র কেন্দ্র ডায়মন্ড হারবারে যাচ্ছেন BJP-র সর্বভারতীয় সভাপতি J P Nadda। আজ আরামবাগে সমাবেশ Abhishek Banerjee-ও। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram