Bird Flu Virus: করোনা আবহের মধ্যেই ৫ রাজ্যে বার্ড ফ্লুর থাবা, মৃত্যু প্রচুর পাখির
Continues below advertisement
করোনা আবহের মধ্যেই ৫ রাজ্যে বার্ড ফ্লুর থাবা। রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, হিমাচল, কেরল। ৫ রাজ্যে বার্ড ফ্লুর থাবা, মৃত্যু প্রচুর পাখির।
এদিকে, ক্রমশ ছড়াচ্ছে করোনার ইউকে স্ট্রেন। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৮. জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
দেশে করোনায় মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ। তবে কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২৯ জনের। তৃতীয় স্থানে উঠে এসেছে পঞ্জাব। সেখানে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৮৫০ জনের। মোট আক্রান্ত ১ কোটি ৩ লক্ষ ৫৬ হাজার ৮৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১৪। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৩৭৫। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৫০৫। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৯ লক্ষ ৭৫ হাজার ৯৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯১ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১৯ হাজার ৫৫৭। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। দেশে সুস্থতার হার বেড়ে ৯৬ দশমিক ৩২ শতাংশ।
এদিকে, ক্রমশ ছড়াচ্ছে করোনার ইউকে স্ট্রেন। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৮. জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
দেশে করোনায় মৃতের সংখ্যা প্রায় দেড় লক্ষ। তবে কমেছে দৈনিক মৃত্যু ও সংক্রমণ। একইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতা। দৈনিক মৃত্যুতে দেশে আজ দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে একদিনে মৃত্যু হয়েছে ২৯ জনের। তৃতীয় স্থানে উঠে এসেছে পঞ্জাব। সেখানে গত ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু হয়েছে। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৯ হাজার ৮৫০ জনের। মোট আক্রান্ত ১ কোটি ৩ লক্ষ ৫৬ হাজার ৮৪৫ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১৪। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৩৭৫। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৬ হাজার ৫০৫। তবে এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৯৯ লক্ষ ৭৫ হাজার ৯৫৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯ হাজার ৯১ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১৯ হাজার ৫৫৭। দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ। দেশে সুস্থতার হার বেড়ে ৯৬ দশমিক ৩২ শতাংশ।
Continues below advertisement