ভারতে সম্ভাব্য প্রথম কোভিড ভ্যাকসিনের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল জুলাইয়েই?
Continues below advertisement
ভারতে সম্ভাব্য প্রথম কোভিড ভ্যাকসিনের হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হতে পারে জুলাইয়ে। যার নাম কোভ্যাক্সিন। আইসিএমআর-এনআইভির সঙ্গে যৌথ গবেষণায় এই সাফল্য। জানিয়েছে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক। তাদের দাবি, কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়ালের জন্য মিলেছে ড্রাগ কনট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার ছাড়পত্র।
Continues below advertisement
Tags :
Human Clinical Trials Of Covaccine ICMR-NIV ABP News Live Bengali ABP Ananda LIVE Covaccine Abp Ananda Bharat Biotech Coronavirus