Durga Puja 2020: মন খারাপ দিল্লির, এবার ঘটেই পুজো, ভোগের হোম ডেলিভারি

Continues below advertisement

অনলাইনে ভোগ বিতরণ, সোশাল মিডিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ নর্মালে এভাবেই দুর্গাপুজোর ভাবনা সাজাচ্ছে ভিনরাজ্যের পুজো কমিটিগুলো। দিল্লিতে সর্বজনীন দুর্গাপুজোর অনুমতি না মিললেও উত্তরপ্রদেশে শেষমুহূর্তে মিলেছে স্বাস্থ্যবিধি মেনে সর্বজনীন দুর্গোৎসবের অনুমতি। তবে মন খারাপ দিল্লির। সর্বজনীন পুজোর অনুমতি না মেলায় ঘট পুজো করেই সারতে হবে এবারের দুর্গাপুজো। ছোট আকারে পুজো হবে সি আর পার্কের কালীবাড়িতে। দিল্লি, নয়ডা সহ ভিন রাজ্যের দুর্গাপুজো মানেই প্রতিদিন একসঙ্গে ভোগ খাওয়া আর সন্ধেয় জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। কিন্তু করোনা বদলে দিয়েছে অনেক কিছু। উদ্যোক্তারা জানিয়েছেন, এবার দিল্লি-নয়ডার দুর্গাপুজোয় হোম ডেলিভারির মাধ্যমে হবে ভোগ বিতরণ। প্রতিদিন সন্ধেয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তবে তা হবে অনলাইনে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram