রণক্ষেত্র রাজধানী, সংঘর্ষ চলাকালীন ট্র্যাক্টর উল্টে মৃত এক কৃষক, আহত ৮৩ জন পুলিশকর্মী

Continues below advertisement
কৃষকদের ট্রাক্টর র‍্যালি ঘিরে দিল্লিতে ধুন্ধুমার। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ল আন্দোলনকারীরা। পাল্টা বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটাল দিল্লি পুলিশ। একাধিক জায়গায় দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ হয়। ভাঙচুর করা হয় বাস ও ট্র্যাক্টর। প্রজাতন্ত্র দিবসে জাতীয় স্মারকেও পৌঁছয় বিক্ষোভের আঁচ। স্বাধীনতা দিবসে যেখানে পতাকা ওড়ে, সেখানে উড়ল আন্দোলনকারী কৃষকদের পতাকা। পুলিশের দাবি, কৃষকদের হিংসাত্মক আন্দোলনে তাদের ৮৩ জন আহত হয়েছে। পুলিশকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, দিল্লির আইটিও এলাকায় ট্র্যাক্টর উল্টে একজন আন্দোলনকারী কৃষকের মৃত্যু হয়েছে। পরিস্থিতি সামাল দিতে রাত ১২টা পর্যন্ত সিন্ধু, টিকরি, গাজিপুর সীমানা-সহ রাজধানীর পাঁচটি জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয় একাধিক মেট্রো স্টেশন। দিল্লির পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে দিনভর অশান্তির পর রাতে সংযুক্ত কিষাণ মোর্চা জানিয়েছে, ট্রাক্টর র‍্যালি প্রত্যাহার করা হচ্ছে। আন্দোলনকারীদের বিক্ষোভস্থল ছেড়ে যাওয়ারও আবেদন জানানো হয়েছে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram