করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে এক দিনের বেতন দেবেন রেলকর্মীরা
Continues below advertisement
এবার করোনা মোকাবিলায় সরকারের পাশে এগিয়ে এলেন রেলকর্মীরা। রেলমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, দেশজুড়ে রেলকর্মীরা তাঁদের একদিনের বেতন করোনা মোকাবিলায় তৈরি প্রধানমন্ত্রীর তহবিলে দেবেন। আইআরসিটিসির মতো সংস্থার কর্মীরাও তাঁদের একদিনের বেতন তুলে দিচ্ছেন। একমাসের বেতন দিচ্ছেন রেলমন্ত্রী।
Continues below advertisement
Tags :
Piyush Goyal Tweet Rail Minister Tweet Pm's Relief Fund Suresh Angadi Coronavirus Symptoms Piyush Goyal Rail Minister Abp Ananda Coronavirus Covid-19