নজরে ৯ চটজলদি: 'হিংসাত্মক পথে কিছু হয় না', ঠিকা শ্রমিকদের বিক্ষোভ প্রসঙ্গে মন্তব্য শোভনদেব চট্টোপাধ্যায়ের

Continues below advertisement
বেতন কাঠামো, সামাজিক সুরক্ষা, স্থায়ীকরণ সংক্রান্ত ঘোষণার আশ্বাস দিয়ে ডেকে নিয়ে এলেও কোনও দাবি মানা হয়নি। অভিযোগ তুলে নেতাজি ইন্ডোরে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের। শ্রমমন্ত্রী মলয় ঘটককে ধাক্কা। মন্ত্রীর সামনেই চেয়ার ছোড়াছুড়ি। ভাঙা হল তোরণ। আন্দোলনকারীদের দাবি যথাযথ। হিংসাত্মক উপায়ে কিছু হয় না। মন্তব্য বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee)। রাতারাতি সমাধান করা যায় না। মন্ত্রিসভায় বিষয়টি তোলার আশ্বাস পুরমন্ত্রীর (Firhad Hakim)। দুয়ারে সরকারে পর এবার 'পাড়ায় পাড়ায় সমাধান' কর্মসূচি রাজ্য সরকারের। ২ জানুয়ারি থেকে চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এলাকার ছোটখাটো সমস্ত কাজ থাকবে এই প্রকল্পে। গড়া হবে আলাদা টাস্ক ফোর্স। বীরভূমের প্রশাসনিক সভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। পাঁচিল বিতর্কে বিশ্বভারতীর সঙ্গে ফের সংঘাত। শ্রীনিকেতন-শান্তিনিকেতন সংযোগকারী রাস্তা ফিরিয়ে দিল পূর্ত দফতর। আশ্রমিকদের অভিযোগেই পদক্ষেপ। দাবি মুখ্যমন্ত্রীর। সঙ্গে দেখুন অন্য খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram