করোনাকালে গ্লাভস পরে দিতে হবে ভোট, জারি নয়া নির্দেশিকা
Continues below advertisement
করোনা পরিস্থিতিতে ভোটগ্রহণের ক্ষেত্রে একগুচ্ছ নির্দেশিকা এনেছে নির্বাচন কমিশনও। সেখানে যেমন প্রার্থীদের ক্ষেত্রে নিয়মের কথা বলা হয়েছে, তেমনই ভোটারদের ক্ষেত্রেও একাধিক নিয়ম ও শর্তাবলির কথা বলা হয়েছে। দেশে প্রথম ভোট হতে পারে বিহারে। কোয়ারেন্টিনে থাকা আক্রান্তদের এবং করোনা সন্দেহভাজনদের জন্য পোস্টাল ব্যালট। ভোটার, প্রার্থী ও রাজনৈতিক প্রতিনিধি, সকলকেই পরতে হবে মাস্ক। বুথে ঢোকার আগে ভোটারদের দেওয়া হবে গ্লাভস পরেই বুথের নথিতে সই এবং ইভিএমের বোতাম টিপতে হবে বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
Continues below advertisement
Tags :
2021 Elections Election Guidelines ABP Live New Guidelines COVID Abp Ananda Elections Coronavirus