রামমন্দিরের ভূমিপুজো: রাম, লক্ষ্ণণ, ভরত ও শত্রুঘ্নর বিগ্রহকে পরানো হবে ন'রকমের মণিরত্ন-খচিত সবুজ বসন

Continues below advertisement

আগামীকাল রাম মন্দিরের ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তার আগে আজ হনুমানগড়ি মন্দিরে পতাকা পুজো। শুভ কাজ শুরুর আগে এখানে পুজো করাই রীতি। ভূমিপুজো উপলক্ষে রাম, লক্ষ্ণণ, ভরত ও শত্রুঘ্নর বিগ্রহকে পরানো হবে নয় রকমের মণিরত্ন-খচিত সবুজ বসন। সূত্রের খবর, কাল রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে ১৬২ জন অতিথি উপস্থিত থাকবেন। সামাজিক দূরত্ব বজায় রাখতে অযোধ্যায় দুটি পৃথক মঞ্চ তৈরি করা হচ্ছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram