Corona মোকাবিলায় বাংলায় উন্নত ল্যাব, সেফ হোম, হেল্পলাইন, বিনামূল্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে রাজ্য, সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীকে জানালেন সুদীপ
শুক্রবারের ভার্চুয়াল সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। Trinamool Congress-এর তরফে ছিলেন লোকসভার নেতা Sudip Banerjee। শুক্রবারের ভার্চুয়াল সর্বদল বৈঠকে প্রধানমন্ত্রীর সামনে নিজেদের বক্তব্য তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তৃণমূলের তরফে ছিলেন লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলা করোনা মোকাবিলায় যেসব পদক্ষেপ করেছে, তা এদিন বিস্তারিত তুলে ধরেন তিনি।
করোনা মোকাবিলায় দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি বাংলা করোনা মোকাবিলায় যেসব পদক্ষেপ করেছে তা বিস্তারিত তুলে ধরেন তিনি। রাজ্য স্বাস্থ্য় দফতরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষের পথে। মৃতের সংখ্যা নয় হাজার ছুঁইছুঁই। সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি হয়েছে কলকাতাতেই।