বাংলার ট্যাবলো না থাকলেও প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রবীন্দ্রসঙ্গীতের ছন্দে নৃত্য দিল্লির স্কুলের পড়ুয়াদের

Continues below advertisement
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। দেশের খণ্ডচিত্র উঠে এসেছে দিল্লির রাজপথে। তবে, এবছর রাজধানীতে কুচকাওয়াজের অনুষ্ঠানে ছিল না পশ্চিমবঙ্গের কোনও ট্যাবলো। কিন্তু, হঠাৎই চমক। গুজরাতের পরই যাওয়ার কথা ছিল রাজস্থানের ট্যাবলোর। কিন্তু তার মধ্যেই বেজে ওঠে রবীন্দ্রসঙ্গীত। বাউল বেশে ‘ভেঙে মোর ঘরের চাবি’র তালে নাচ করতে করতে এগিয়ে আসে একদল ছেলেমেয়ে। প্রাণের ভাষায় আনন্দে মেতে ওঠেন কুচকাওয়াজ দেখতে আসা বাঙালিরা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাউলঙ্গের এই গানে নৃত্য পরিবেশন করে দিল্লি বিনয়নগর বেঙ্গলি স্কুলের পড়ুয়ারা। 
এ বছর প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ট্যাবলো নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত বাঁধে। রাজ্য সরকার সূত্রে খবর, কন্যাশ্রী, জল সংরক্ষণ ও পরিবেশরক্ষার মতো বিষয় নিয়ে ট্যাবলো সাজানোর প্রস্তাব দেওয়া হয় বাংলার তরফে। কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বাছাই কমিটির পাঁচটি বৈঠকের মধ্যে প্রথম দুটি বৈঠকের পর বাংলাকে আর ডাকাই হয়নি। সাধারণত কোনও রাজ্য যদি ট্যাবলো বাছাইয়ের বৈঠকে ডাক না পায়, তা হলে তাদের ট্যাবলো প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে থাকছে না বলেই ধরে নেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার সূত্রে দাবি, এ বিষয়ে সরকারিভাবে তাদের কিছুই জানানো হয়নি। শুধু পশ্চিমবঙ্গই নয়, মহারাষ্ট্র, কেরল সহ বেশ কয়েকটি রাজ্যও প্রতিরক্ষা মন্ত্রকের তালিকা থেকে বাদ পড়ে বলে সূত্রের খবর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram