Dilip Ghosh on Saumitra Khan: 'চিঠি এলেই উত্তর দেব', সৌমিত্রর কটাক্ষের পাল্টা দিলীপ
আজ সৌমিত্র খাঁ (Saumitra Khan) বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh) আক্রমণ করে বলেন, "আমাদের দলের সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না। বাংলায় বিজেপি যেভাবে চলছে তাতে ভাল কিছু হবে না।" এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, "আমার কাছে এই নিয়ে কোনও চিঠি বা কোনও বক্তব্য আসেনি। আসুক তারপর বলব।"
বিজেপি যুব মোর্চার সভাপতির পদ ছাড়ছেন সৌমিত্র খাঁ (Soumitra Khan)। ফেসবুকে পোস্ট করে নিজেই জানালেন সৌমিত্র খাঁ। যুব মোর্চার পদ ছাড়লেও বিজেপিতেই (BJP) আছি, জানালেন সৌমিত্র খাঁ। কেন যুব মোর্চার পদে ইস্তফা? সৌমিত্রকে নিয়ে জোর জল্পনা। তিনি বলেন, "যা হচ্ছে, তা দলের পক্ষে খারাপ হচ্ছে। বারবার দিল্লিতে গিয়ে উল্টোপাল্টা বুঝিয়ে চলে আসছে। আমাকে দলে একঘরে করে রাখা হয়।" নাম না করে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) আক্রমণ সৌমিত্রর।
তিনি বলেন, "আমি কখনও ঘরের লোকের জন্য কিছু চাইনি। যা ভুল হবে, তা সবসময় তুলে ধরব। ব্যর্থতার দায় নিয়ে আগেই যুব মোর্চার পদ ছাড়তে চেয়েছিলাম। নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রতি আমার আস্থা আছে। কিন্তু একজন নেতা এসে বলছেন, তাঁর নেতৃত্বে সবকিছু হচ্ছে। আমি এলাকায় না ঢুকেই ভোটে জিতেছিলাম। বারবার দিল্লি গিয়ে ভুল বোঝাচ্ছেন, দেখাচ্ছেন যেন পার্টির জন্য জীবন দিয়েছেন। দলের জন্য আমাদেরও অনেক আত্মত্যাগ আছে। কেউ নিজেকে বড় বিজেপি নেতা দেখানোর চেষ্টা করছেন। বিরোধী দলনেতা নিজেকে জাহির করার চেষ্টা করছেন। নতুন নেতা এসে, দিল্লির নেতাকে ভুল পথে চালানোর চেষ্টা করছেন। ভোটের আগে সব চোর-চিটিংবাজকে দলে যোগদান করিয়েছিলেন। আমাদের দলের সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না। বালি চুরি সরকার কড়া হাতে দমন করছে, ভাল করছে। একটা বিজেপিতে ২ জন নেতা হয়ে দল চালাচ্ছেন। আয়নায় মুখ দেখুন, নিজের মতো করে দল চালানোর চেষ্টা করবেন না। এভাবে চললে বাংলার মানুষ দুঃখেই থাকবে। যা হচ্ছে, তা দলের পক্ষে খারাপ হচ্ছে।"