Maheshtala: পুলিশের বেধড়ক মারে হাসপাতালে ভর্তি যুবক, মহেশতলা থানার সামনে প্রতিবাদে TMC| Bangla News

Continues below advertisement

মহেশতলায় বাইক রাখাকে কেন্দ্র করে প্রতিবাদ করায় বেধড়ক মারধরের অভিযোগ। যুবকের সঙ্গে মহেশতলা থানার এসআইয়ের তর্কাতর্কির অভিযোগ। বচসার জেরে একে অপরকে মারধরের অভিযোগ। পরে মহেশতলা থানায় নিয়ে গিয়ে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ এসআই আবুল মারজানের বিরুদ্ধে। মারধরের জেরে দেহের ৪ জায়গায় ভেঙেছে হাড়, দাবি আক্রান্তের পরিবারের। বিচার চেয়ে আদালতের দ্বারস্থ আক্রান্তর পরিবার।

এই মুহূর্তে মহেশতলা থানার সামনে পরিস্থিতি উত্তপ্ত। স্থানীয় তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীরা মহেশতলা থানার সামনে প্রতিবাদে নেমেছেন। স্থানীয় বিধায়ক দুলালচন্দ্র দাস, তিনিও ঘটনাস্থলে রয়েছেন। যে এই কাজ করেছেন, তার কঠোর শাস্তি দাবি করছেন তাঁরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram