Municipal Election: মেয়াদ উত্তীর্ণ পুরসভার ভোটের ঘোষণা কবে? কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট | Bangla News
পুরভোট সংক্রান্ত মামলার শুনানি শেষ, সোমবার রায় ঘোষণার সম্ভাবনা। মেয়াদ ঊত্তীর্ণ পুরভোটের ঘোষণা কবে? জানতে চাইল হাইকোর্ট। 'শীঘ্রই রাজ্যের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত। কত ইভিএম আছে, সেটা দেখে নিতে হবে।' হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জানাল রাজ্য নির্বাচন কমিশন। ‘কতদিন লাগবে জানাতে? একদিন, দু’দিন না কয়েক সপ্তাহ?’ রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট। 'কত দফায় ভোট আগেই জানানো হয়েছে', জানালেন এজি। ‘কোনও সম্ভাব্য দিন জানানো সম্ভব নয়, রাজ্যের কাছে পরিকল্পনা নেই। কোভিডের অবস্থা কেমন, সেটা না জানা পর্যন্ত পরিকল্পনা করা সম্ভব নয়। মানুষের আবেগ জড়িত, তাই পালাব না, মে-র মধ্যে না পারলে কোর্টকে জানাব।' হাইকোর্টে মামলাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন অ্যাডভোকেট জেনারেলের। ‘মামলাকারী একটি রাজনৈতিক দলের সহ সভাপতি। সেই দলের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলাও করা হয়েছে। শান্তিপূর্ণ পুরভোট চেয়ে সুপ্রিম কোর্টে মামলা, হাইকোর্টকে জানানো হয়নি। মামলায় বলছে মনোনয়ন দিতে পারেনি, আর এখানে সবাই মনোনয়ন দিয়েছেন। ২ নৌকায় পা দিয়ে চলছেন? বিভ্রান্ত করা হচ্ছে।' মন্তব্য অ্যাডভোকেট জেনারেলের।