Narada Case Hearing: গৃহবন্দি থেকে কীভাবে কোভিডের বিরুদ্ধে লড়বেন ফিরহাদ? অন্তর্বর্তী জামিনের পক্ষে সওয়াল অভিষেক মনু সিঙ্ঘভির

Continues below advertisement

নারদ মামলায় ৪ হেভিওয়েটের অন্তর্বর্তী জামিন (Interim Bail) মঞ্জুর মামলায় জটিলতা। জামিন মঞ্জুর সংক্রান্ত নির্দেশে দুই বিচারপতির মতভেদ। আলোচনার জন্য ১০ মিনিট সময় চেয়েছিলেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এরপর তিনি বলেন, "পুরসভায় না যেতে পারলে ফিরহাদ হাকিম কী করে কোভিডের বিরুদ্ধে লড়বেন?" পাশাপাশি গৃহবন্দি নয়, অন্তর্বর্তী জামিন মঞ্জুরের পক্ষেই সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি (Abhishek Manu Singhvi)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram