Paresh Adhikari: নিয়োগ-দুর্নীতিতে চাকরি থেকে বরখাস্ত পরেশ-কন্যা, বেতন ফেরানোর নির্দেশ।Bangla News

Continues below advertisement

পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা স্কুলের চাকরি থেকে বরখাস্ত। হাইকোর্টের রেজিস্ট্রারের কাছে বেতন ফেরত দেওয়ার নির্দেশ। দু’টি কিস্তিতে ফেরত দিতে হবে বেতনের টাকা, নির্দেশ হাইকোর্টের। বেতন বাবদ পাওয়া সমস্ত টাকা ফেরত দিতে বলা হয়েছে।
"আদালতের নির্দেশের পরেও মন্ত্রীর মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয়নি এসএসসি ? অঙ্কিতা অধিকারী কি এখনও চাকরিতে আছেন ? তিনি কি স্কুলে কাজ করছেন ?" শুনানি চলাকালীন প্রশ্ন হাইকোর্টের। এর পরিপ্রেক্ষিতে এসএসসি-র তরফে জানানো হয়, এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। হাইকোর্ট আরও জানতে চায়, মন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারী এখন কোথায় ? তাঁকে আদালতে আসতে বললে, তিনি কি আসতে পারবেন ? তখন অঙ্কিতা অধিকারীর আইনজীবী আদালতে জানান, "অঙ্কিতা কোচবিহারে আছেন, ডাকামাত্রই আসা সম্ভব নয়।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram