পিসি-ভাইপোর কথা শুনলেই একমাত্র তৃণমূলে টিকবে, না হলে নয়', খোঁচা কৈলাস বিজয়বর্গীয়র

Continues below advertisement
আসানসোলের পুরপ্রশাসক পদ থেকে ইস্তফার কিছুক্ষণ পরেই তৃণমূল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari)। কাল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের কথা। তার আগে এই ইস্তফা। এই প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেন, "এটা তৃণমূলের  আভ্যন্তরীণ বিষয়। তৃণমূল নেতৃত্বের ক্ষমতার অহংকারে বীতশ্রদ্ধ হয়ে অনেকেই ইস্তফা দিচ্ছেন। বিভিন্ন মাফিয়া ও সিন্ডিকেটকে সুরক্ষা দিয়ে তৃণমূলের দুর্নাম হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজের ভাইপোকে সমর্থন করতে গিয়ে দলের অন্য নেতাদের সম্মান দেননি। তাই দলের নেতারা অপমানিত বোধ করছিলেন। দলে পরিবারতন্ত্র শুরু হলে বাকি নেতাদের রাজনৈতিক উচ্চাশা শেষ হয়ে যায়।" তৃণমূল থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, "উনি অনেক দিন ধরেই তৃণমূলকে সতর্ক করছিলেন। শুভেন্দু মাটির নেতা, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে উনি রাজনীতি করবেন না। পিসি-ভাইপোর কথা শুনলেই তৃণমূলে থাকা যাবে। যাঁদের আত্মসম্মান রয়েছে তারা তৃণমূলে টিকতে পারবে না।"
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram