Rahul Gandhi Tweet: 'অমানবিক-নিষ্ঠুর', করোনায় মৃতদের আর্থিক সাহায্য দিতে অস্বীকার করায় কেন্দ্রকে খোঁচা রাহুলের
করোনা আক্রান্ত হয়ে মৃতদের আর্থিক সাহায্য দিতে অস্বীকার করায় মোদি সরকারকে নিশানা রাহুল গাঁধীর (Rahul Gandhi)। ট্যুইটে তিনি লিখেছেন, জীবনের দাম নির্ণয় করা অসম্ভব। সরকারি ক্ষতিপূরণ সামান্য সাহায্য মাত্র কিন্তু মোদি সরকার সেটাও দিতে নারাজ। কেন্দ্রীয় সরকারের দৃষ্টিভঙ্গিকে নিষ্ঠুরতা বলেও খোঁচা দেন কংগ্রেস সাংসদ (Congress MP)।
এদিকে বর্ষার শুরুতেই ভোগান্তি। জলমগ্ন বামনগাছি (Bamangachi)। বামনগাছির কাজিডাঙায় (Kazidanga ) জমে রয়েছে জল। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এখনও অবরোধ চলছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিনের বৃষ্টিতে কাজিডাঙা এলাকার নিচু জায়গাগুলি জলমগ্ন হয়ে রয়েছে। অভিযোগ, বারবার পঞ্চায়েতকে বলা সত্ত্বেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। ফি বছর বর্ষায় এই একই সমস্যার মুখে পড়েন স্থানীয়রা। প্রতিবারই আশ্বাস মেলে কিন্তু সমস্যার কোনওরকম সমাধান হয় না। এলাকার বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদে আজ টায়ার জ্বালিয়ে যশোর রোড অবরোধ করেন স্থানীয়রা। ঘটনাস্থলে বারাসাত এক নম্বর ব্লকের বিডিও যান, যান স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যও। তাঁরা দ্রুত সমস্যার সমাধান করার আশ্বাস দেন কিন্তু নিজেদের দাবিতে অনড় বিক্ষোভকারীরা।