West Bengal Elections with ABP Ananda: 'নির্বাচন সামনে আসছে, ভয় পাচ্ছেন সৌগতবাবুরা', আক্রমণ Dilip Ghosh-এর

Continues below advertisement
৩৫৬ ধারা জারির একটা প্রক্রিয়া আছে এটা সাংবিধানিক ব্যবস্থা। তার জন্য যারা যারা অংশগ্রহণ করার কথা যেমন স্বরাষ্ট্র মন্ত্রক, Governor-র রিপোর্ট এবং মাননীয় President বিষয়গুলো দেখেন। এর জন্য আমরা বললে হবে বা না হবে, এই ব্যাপারটা নয়। কিন্তু এখানে যে যে বিষয়গুলো ঘটছে। Sujapur Blast, সাম্প্রদায়িক দাঙ্গা এসব হচ্ছে, তাতে অনেক সাধারণ মানুষের মনে হচ্ছে এই যে West Bengal Election আসছে, সেটা সুস্থ ও নিরপেক্ষভাবে হবে না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি করলেন BJP-র রাজ্য সভাপতি Dilip Ghosh।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram