Rahul Gandhi: নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনী নিয়ে ফের সরব রাহুল গান্ধী
ABP Ananda LIVE: নির্বাচন কমিশনের বিশেষ সংশোধনী নিয়ে ফের সরব রাহুল গান্ধী। 'মহারাষ্ট্রের মতোই বিহারেও নির্বাচন চুরি করতে এসেছে কমিশন। নির্বাচন চুরি করতে নতুন ষড়যন্ত্র শুরু করেছে নির্বাচন কমিশন। 'মহারাষ্ট্রে ভোটের আগে এক কোটি নাম ভোটার তালিকায় উঠল। 'আজ পর্যন্ত কেউ জানতে পারল না, ওই ভোটাররা কোথা থেকে এল। আমরা বারবার তথ্য চেয়েছি, কিন্তু তথ্য দেয়নি নির্বাচন কমিশন। ভুবনেশ্বরে কমিশন ও বিজেপিকে এক যোগে আক্রমণ রাহুল গান্ধীর। বিহার ভোটের আগে বিশেষ সংশোধনীর কাজ করছে নির্বাচন কমিশন।
এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়
পরীক্ষা শেষ হওয়ার আগেই পরীক্ষা বাতিল! এবার রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন-বিতর্কে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় । ইতিহাসের প্রশ্নে বিপ্লবীকে 'সন্ত্রাসবাদী', রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নেও বিতর্ক! ষষ্ঠ সিমেস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা শেষের আগেই পরীক্ষা বাতিল । সিলেবাসের বাইরে প্রশ্ন থাকায় পরীক্ষা বাতিল, জানাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা শেষ হওয়ার আগেই বাতিল, পরীক্ষার্থীদের চরম হয়রানি





















