৭টায় বাংলা (২): ঠিকা শ্রমিকদের সম্মেলনে রণক্ষেত্র নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর, ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি (SP) বদল
Continues below advertisement
ঠিকা শ্রমিকদের সম্মেলনে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। একের পর এক ফ্লেক্স ছিঁড়লেন বিক্ষোভকারীরা। মন্ত্রীদের সামনেই চেয়ার ছোড়াছুড়ি করা হয়। বিক্ষোভের মুখে পড়েন খোদ শ্রমমন্ত্রী মলয় ঘটকও। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ছিল সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের। বৈঠকে সমাধানসূত্র না মেলায় পথ অবরোধ। অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্রে সামাজিক সুরক্ষা যোজনার খাতে যে টাকা তোলা হত, তার জন্য এই অর্গানাইজেশন কমিশন পেত। কিন্তু গত এপ্রিল মাস থেকে এই কমিশন পাওয়া বন্ধ হয়ে গেছে। এরই প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি (SP) বদল। এসপি হোমগার্ড পদে পাঠানো হল ভোলানাথ পাণ্ডেকে। ডায়মন্ড হারবারের নতুন এসপি হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বারাসত পুলিশ জেলার নতুন এসপি রাজনারায়ণ মুখোপাধ্যায়। রুটিন বদলি বলে দাবি সরকার সূত্রে। প্রসঙ্গত, নাড্ডার কনভয়ে হামলার পরে ৩ আইপিএসকে অন্যত্র 'পোস্টিং' দেওয়া হয়েছে। অন্য়দিকে সিএএ-এর (CAA) সমর্থনে ভোট। তাহলে কীভাবে বিরোধিতা? সিএএ নিয়ে বিতর্কের মধ্যে দাবি সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur)।
Continues below advertisement
Tags :
Netaji Indoor Stadium Shantanu Thakur Khabar Bangla News Live News Bangla Khobor Bangla Bangla Khabar Ajker Bangla Khabar Ajker Khobor Bangla News Bangla News Live Bengali News Bengali News Live ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Abp Ananda CAA Kolkata BJP TMC